ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

আম্বানীদের বিয়েতে বোমাতঙ্ক ছড়িয়েছিলেন কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৭ জুলাই ২০২৪

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশ-বিদেশের বহু খ্যাতনামীরা। আর এই বিয়ের অনুষ্ঠানেই বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গুজরাটের বরোদার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওই ব্যক্তি পেশায় এক জন ইঞ্জিনিয়ার।

গত সপ্তাহে সমাজমাধ্যমে একটি পোস্টে ওই ব্যক্তি দাবি করেছিলেন, অনন্ত-রাধিকার বিয়েতে বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত থাকায় এই বোমাতঙ্ক ছড়ায় মুহূর্তে। সঙ্গে সঙ্গে বিয়ের আসরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়।

মুম্বাই পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিযুক্তকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে। তিনি পেশায় এক তথ্যপ্রযুক্তি সংস্থার ইঞ্জিনিয়ার। গুজরাটের বরোদায় নিজ বাড়ি থেকে অভিযুক্তকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে।”

গত শুক্রবার, অর্থাৎ অনন্ত-রাধিকার বিয়ের দিন আটক ব্যক্তি তার এক্স হ্যান্ডলে পোস্ট করেন, “আমি খুব নির্লজ্জের মতো একটা কথা ভাবছি। যদি আম্বানীদের বিয়েতে বোমা বিস্ফোরণ হয়, তা হলে গোটা দুনিয়া ওলটপালট হয়ে যাবে।”

এই পোস্ট দেখেই মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তেই পুলিশ জানতে পারে ওই ব্যক্তি আসলে গুজরাটের বাসিন্দা। খবর পেতেই সঙ্গে সঙ্গে বরোদা পৌঁছয় মুম্বাই পুলিশের একটি দল। তার পর অভিযুক্তকে মুম্বাই নিয়ে আসে তারা।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি